বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছে সিপিআইএম এল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছে সিপিআইএম এল৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে পৃথকভাবে প্রার্থী দিচ্ছে না সিপিআইএমএল৷ বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের তারা সমর্থন জানিয়েছে৷ বুধবার আগরতলার প্রেসক্লাবে সিপিআইএমের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানানো হয়৷

সিপিআইএমএল নেতৃবৃন্দ বিজেপি আইপিএফটি জোটকে প্রত্যাখ্যান করার জন্য জেলা পরিষদ এলাকার শান্তিকামী প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন৷ সংগঠনের নেতৃবৃন্দ বলেন বিজেপির বিরুদ্ধে ভোট ভাগাভাগি যাতে না হয় সেজন্যই সিপিআইএমএল প্রার্থী দিচ্ছে না৷সংগঠনের নেতৃবৃন্দ বিজেপি আইপিএফটি জোটের তীব্র সমালোচনা করে বলেন তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছে৷ নীতিগত কোন বিরোধ নেই৷ আইপিএফটি দল ত্রিপুরা ল্যান্ড এর যে দাবি তুলেছে তার কোনো সারমর্ম নেই বলেও তারা মন্তব্য করেন৷ আইপিএফটি সম্পাদক তথা উপজাতি কল্যাণ মন্ত্রী ত্রিপরা মথার সঙ্গে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে বলেছেন গত তিন বছরে যে সব কাজকর্ম হয়েছে তাতে তারা মোটেই সন্তুষ্ট নন৷

একথা বলার পরও তারা বিজেপির সঙ্গে জোট বেঁধেই ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ তিনটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই প্রসঙ্গ সমালোচনা করেছেন সিপিআইএমএল নেতৃবৃন্দ৷ এই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে জনগণের স্বার্থ উদ্ধার হবে না, তারা ব্যক্তিস্বার্থে বন্ধুত্বপূর্ণ লড়াই করছে বলে সি পি আই এম এল নেতৃবৃন্দ মন্তব্য করেন৷সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং রাজ্যের সর্বত্র শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রাখার তাগিদে বিজেপি আইপিএফটি জোটকে প্রত্যাখ্যান করে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে সিপিআইএমএল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *