অন্ধকারময় দিক কাটিয়ে নতুন ত্রিপুরা গড়ে উঠছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ মার্চ (হি. .)৷৷ অন্ধকারময় দিক কাটিয়ে এখন নতুন ত্রিপুরা গড়ে উঠতে এগিয়ে চলেছে৷ সারা দেশের সাথে ত্রিপুরাও আত্মনির্ভরতার পথে অগ্রসর হচ্ছে৷ আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরায় সরকার পরিবর্তনের তিন বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর নেতৃত্বে দেশ আজ আত্মনির্ভরতার দিকে যেমন এগিয়ে যাচ্ছে তেমনি ত্রিপুরাও আজ আত্মনির্ভরতার পথে অগ্রসর হচ্ছে৷ ত্রিপুরার সার্বিক বিকাশকে ত্বরান্বিত করতে মানুষের পাশে দাঁড়িয়ে উৎসাহিত করছেন আমাদের প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ত্রিপুরায় একটা অন্ধকারময় দিক ছিলা, বর্তমানে তা থেকে বেরিয়ে ত্রিপুরা আজ এক নতুন দিশা নিয়ে এগিয়ে চলেছে৷ ত্রিপুরায় কর্মসংসৃকতি যেমন এসেছে তেমনি কাজের প্রতি মানুষের আগ্রহ এবং দায়বদ্ধতাও বেড়েছে৷ মানুষ নিজেরা স্বরােজগারি হওয়ার পাশাপাশি অন্যদের রােজগার দেওয়ার ব্যবস্থা করছে৷ অর্থাৎ জব ক্রিয়েটর তৈরি হচ্ছে রাজ্যে৷


মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী রূপে গড়ে তােলার জন্য প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি তার বাস্তবায়নে ত্রিপুরা অগ্রণী ভূমিকা নেবে৷ প্রধানমন্ত্রীর প্রেরণা, আশীর্বাদ এবং বিশ্বাসকে সঙ্গে নিয়ে আগামী দিনে সারা দেশের সামনে ত্রিপুরা এক নতুন ত্রিপুরা রূপে প্রস্তুত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷


অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, আজ ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক দিন৷ প্রধানমন্ত্রীর প্রদর্শিত দিশা এবং সব-কা সাথ সব-কা বিকাশ, সব-কা বিশ্বাস এই মূলমন্ত্রকে পাথেয় করে বর্তমান রাজ্য সরকার কাজ করছে৷ ত্রিপুরাকে অর্থনৈতিক, সাংসৃকতিক সহ সামগ্রিক দিক থেকে আত্মনির্ভর করে গড়ে তােলার পাশাপাশি সরকারকে মানুষের কাছে পৌছানাে বর্তমান সরকারের মূল লক্ষ্য৷ ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সরকারের কাজে স্বচ্ছতা সহ ত্রিপুরায় বিশেষ করে গ্রামগুলিকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তােলার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার৷
অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, সাংসদ প্রতিমা ভৌমিক৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, খাদ্যমন্ত্রী মনােজ কান্তি দেব, সাংসদ রেবতী ত্রিপুরা এবং বিধায়কগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *