নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : প্রহরগোণার অবসান ঘটিয়ে শুক্রবার সন্ধ্যারাত পৌনে সাতটা নাগাদ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি-জোট। টানটান উত্তেজনার মধ্যে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, বিজেপির অসম প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাস, শরিক দল অসম গণ পরিষদ (অগপ)-এর কেন্দ্রীয় সভাপতি অতুল বরা, নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা, দলের সর্বভারতীয় অন্যতম মুখপাত্র নুপূর শর্মাকে সঙ্গে নিয়ে কয়েকটি আসন শরিক অগপ, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল) এবং গণ সুরক্ষা পাৰ্টি (জিএসপি)-র সঙ্গে দফা করে কয়েকজন নয়া প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।
বিজেপির সর্বভারতীয় সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ১২৬টি কেন্দ্রকে নিয়ে অসম বিধানসভার ৭০ আসনের প্রথম প্রার্থী তালিকা জারি করেছে বিজেপি। ঘোষিত তালিকায় বাদ পড়েছে বিদ্যমান ১১ জন বিধায়কের নাম। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং ২৭ মাৰ্চ প্ৰথম এবং ১ এপ্ৰিল দ্বিতীয় দফায় অনুষ্ঠেয় নিৰ্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী ও কেন্দ্রের নাম ঘোষণা করেছেন। তিনি জানান, দল মোট ৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি ২৬টি অগপ এবং আটটি ইউপিপিএল ও জিএসপি-র জন্য ছেড়ে দেওয়া হয়েছে।