নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ ।। বাইপাস আড়ালিয়া সড়ক দিয়ে প্রতিনিয়ত মাটি বেশ কিছুসংখ্যক গাড়ি। তাতে এই রাস্তা দিয়ে চলাচল করা যেতে মত হয়ে উঠেছে।এর প্রতিবাদে আড়ালিয়া বাজারে শুক্রবার পথ অবরোধ করা হয়।
বেপরোয়াভাবে মাটির বহনকারী গাড়ি চলাচল করার ফলে আড়ালিয়া বাজার সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন মারাত্মক সমস্যার সম্মুখীন। মাটির বহনকারী গাড়ি চলাচলের ফলে রাস্তাঘাট ধুলাবালুতে একাকার হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে চলাচল করা রীতিমত কষ্টকর হয়ে উঠেছে। স্কুল এবং অফিস টাইমে মাটির বহনকারী গাড়ি চলাচল করার ফলে অফিস ছাত্রী এবং ছাত্রছাত্রীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব বিষয় নিয়ে আড়ালিয়া বাজারের ব্যবসায়ী সহ পার্শ্ববর্তী এলাকার জনগণ মাটির পরিবহন মালিকদের সঙ্গে কথা বলেছেন। স্কুল এবং অফিস টাইমে মাটি বহনকারী গাড়ি গুলি যাতে এই রাস্তা দিয়ে চলাচল বন্ধ রাখে সে জন্য অনুরোধ জানানো হয়েছিল। পাশাপাশি রাস্তায় যাতে ধুলাবালি না উরে সেজন্য রাস্তায় নিয়মিতভাবে জল দেওয়ার কথা ছিল। কিন্তু মাটি পরিবহনকারী গাড়ির চালক ও মালিকরা তাতে পাত্তাই দিচ্ছে না। বেপরোয়াভাবে মাটি বহন করা হচ্ছে।
এর প্রতিবাদে শুক্রবার আড়ালিয়া বাজারের ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। অবরোধের ফলে যানবাহন আটকে পড়ে।বেশ কিছুক্ষণ যানবাহন আটকে থাকার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ স্থলে ছুটে আসেন। অবরোধকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন স্কুল ও অফিস টাইমে এই রাস্তাদিয়ে মাটির বহনকারী গাড়ি গুলি চলাচল করতে পারবে না। শুধু তাই নয় রাস্তায় যাতে ধুলাবালি না উরে সেজন্য নিয়মিতভাবে জল দিতে হবে।প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। সেই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারাবৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।