নয়াদিল্লি, ৪ মার্চ (হি. স.) : এবার ওটিটি প্ল্যাটফর্মগুলিতে কেন্দ্রের নজরদারির নির্দেশ দিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি ‘তাণ্ডব’য়ের সিরিজ নিয়ে বিপাকে পরতে হয় আমাজনের কর্ণধার অপর্ণা পুরোহিতকে। অপর্ণার বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতের দ্বারস্ত হয়েছিলেন অভিযোগকারীরা। এর পরিপ্রেক্ষিতে আগাম জামিনের আবেদনও জানিয়েছিলেন তিনি। সূত্রের খবর, ওটিটি প্ল্যাটফর্মে কী দেখানো হবে, তা নিয়ে বলতে গিয়ে সর্বোচ্চ আদালতের বিচারপতি অশোক ভূষণ বলেছেন, “এখন এই ধরনের মাধ্যমে সিনেমা বা সিরিজ খুবই পরিচিত। কিন্তু এর উপরে নজরদারির দরকার আছে। কারণ এখানে পর্নোগ্রাফিও দেখানো হয়।” ফলে এদের উপরে বিশেষ নজরদারির প্রয়োজন আছে। তবে দীর্ঘদিন ধরেই ওটিটি প্ল্যাটফর্মে নজরদারি চালানোর জন্য চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।