হাথরাসে নির্যাতিতার বাবাকে গুলি করে খুন, কঠোর শাস্তির নির্দেশ যোগীর

লখনউ, ২ মার্চ (হি.স.): তরুণীকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার হয়েছিল অভিযুক্ত, কিন্তু জামিন পাওয়ার পরই নির্যাতিতা তরুণীর বাবাকে গুলি করে খুনের অভিযোগ উঠল ধর্ষকের বিরুদ্ধে। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হাথরাস জেলায়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি এই মামলায় সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন কার্যকর করার নির্দেশ দিয়েছেন যোগী।
২০১৮ সালে গৌরব শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে হাথরাসের ওই তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে গৌরবকে গ্রেফতারও করেছিল পুলিশ। প্রায় এক মাস জেল খাটার পর জামিনে ছাড়া পেয়েছিল অভিযুক্ত। পুলিশ সূত্রের খবর, এই ঘটনাটি নিয়ে দুই পরিবারের মধ্যে একটা টানাপোড়েন চলছিল দীর্ঘ দিন ধরেই। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ স্থানীয় একটি মন্দিরের সামনে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা চরম পর্যায়ে ওঠে। অভিযোগ, তখনই গৌরব তরুণীর বাবাকে গুলি করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
হাথরস জেলার পুলিশের শীর্ষ আধিকারিক বিনীত জয়সওয়াল জানিয়েছেন, তরুণীর বাবা গৌরবের বিরুদ্ধে তাঁর মেয়েকে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন ২০১৮ সালে। গৌরব জামিনে ছাড়াও পেয়ে যান। তার পর থেকেই দুই পরিবারের মধ্যে শত্রুতার আবহ তৈরি হয়েছিল। এই ঘটনায় গৌরবের পরিবারের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গৌরব এবং বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশের ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *