আইজল, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামে আসাম রাইফলস-এর অভিযানে বিপুল পরিমাণের ভারতীয় টাকা সহ চিনে তৈরি মোটর বাইক উদ্ধার হয়েছে। এর সঙ্গে দুই অবৈধ পাচারকারীকে আটক করেছেন রাইফেল-এর জওয়ানরা।
শনিবার আসাম রাইফেলস কর্তৃপক্ষ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাজ্য পুলিশের দল নিয়ে মিজোরামের চাম্পাই জেলার অন্তর্গত মায়ানমার সীমাবন্তর্তী দুর্গম এলাকায় যৌথ অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছেন তাঁরা। ওই অভিযানে অভিযানকারী দল মোটা অঙ্কের ভারতীয় প্ৰায় ১৬ লক্ষ টাকা, চিনে তৈরি দুটি দামি মোটর বাইক উদ্ধার করেছেন। এর সঙ্গে অবৈধ পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। টাকা সহ ধৃত দুজনকে তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত সামগ্রী এবং দুটি মোবাইল হ্যান্ডসেট সহ চাম্পাই পুলিশের হাতে সমঝে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসাম রাইফেলস কর্তৃপক্ষ।
এদিকে চাম্পাই জেলার চেচিস গ্রামে পৃথক এক অভিযানে আসাম রাইফলস-এর জওয়ানরা বিপুল পরিমাণের সুপারি উদ্ধার করেছেন। উদ্ধারকৃত সুপারিগুলি মায়ানমারে পাচার জন্য নিয়ে আসা হয়েছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, বিগত দিনেও মিজোরামে আসাম রাইফলস-এর অভিযানে ভারত-মায়ানমার সীমান্ত থেকে প্রচুর অবৈধ সামগ্ৰীর সঙ্গে জড়িতদের আটক করে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন জওযানরা। ইতিপূর্বে এই চাম্পাই জেলার জুট এলাকার প্রত্যন্ত ঘন জঙ্গলে আসাম রাইফলস-এর অভিযানে উদ্ধার হয়েছিল তিনটি একে ৫৬ রাইফেল, তিনটি খালি ম্যাগাজিন এবং ২.৩ লক্ষ মায়ানমারের টাকা। আগ্নেয়াস্ত্ৰ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।