কোকরাঝাড় (অসম), ৩ ফেব্রুয়ারি (হি.স.) : বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর সদর কোকরাঝাড়ে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে গোলাবারুদ সহ বহু অবৈধ আগ্নেয়াস্ত্র। এগুলির সঙ্গে গ্রেফতার করা হয়েছে ছয় ব্যক্তিকে।
বুধবার জেলা সদর পুলিশের জনৈক পদস্থ আধিকারিক জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে জেলার গোসাঁইবাড়ি থানার সাব-ইনস্পেক্টর মিঠিন টায়েরর নেতৃত্বে নাছরাইবাড়ি গ্রামে পুলিশের এক দল অভিযান চালিয়েছিল। ওই অভিযানে এএস ১৬ এ ৪১৬৫ নম্বরের একটি স্করপিও গাড়িতে তালাশি চালিয়ে গোলাবারুদ সহ বহু মারণাস্ত্ৰ উদ্ধার করা হয়েছে।
স্করপিও থেকে পাঁচটি একে ৫৬ সিরিজের রাইফেল, আটটি একে ৫৬ রাইফেলের ম্যাগাজিন, এইচকে ৩৩ ই একটি, এইকে ৩৩ ই-র একটি ম্যাগাজিন, ইউবিজিএল একটি, ইউজিবিএল শেল ১১টি, চিনে তৈরি হ্যান্ড গ্ৰ্যানেড আটটি এবং ৩০০ রাউন্ড একে সিরিজের গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছেন পুলিশের অভিযানকারীরা।
এদিকে অবৈধ আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ ছয়জনকে গ্ৰেপ্তারের পাশাপাশি স্করপিও গাড়ি, বিপি পুস, পাঁচটি সিম সহ মোবাইল ফোনের হ্যান্ডসেট, কম্বল, টুথব্ৰাশ ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্ৰেফতার যাদের করা হয়েছে তাদের যথাক্ৰমে পশ্চিম বিসমুরি গ্রামের বিজেন বসুমতারির ছেলে স্নমাঞ্জয় বসুমতারি ওরফে বুগলা (৩৫), কচুগাঁও থানার অন্তৰ্গত এক নম্বর মহেন্দ্ৰপুরের বাসিন্দা টবিন নাৰ্জারির ছেলে রবিনাথ নাৰ্জারি ওরফে গণ্ডা (২৫), জাওলিয়াপাড়া সেৰ্গা বসুমতারির ছেলে পুঙ্কা বসুমতারি ওরফে লাংখু, দুই নম্বর পাখ্ৰিগুড়ির নগেন্দ্ৰ বসুমতারির ছেলে মৌকটাং বসুমতারি ওরফে মামু, দতমা গোপালগাঁওয়ের মহেশ্বর মুশহারির ছেলে মণিপাল মুশাহারি (৩৪) এবং শোণিতপুর জেলার অন্তর্গত তরাইবাড়ির ধারেন বসুমতারির ছেলে সোমকোর বসুমতারি (২৬)। পদস্থ পুলিশ আধিকারিক জানান, ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুত ও পাচার সংক্রান্ত সংশ্লিষ্ট আইনের নির্দিষ্ট ধারায় গোসাঁইবাড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।