অসমে স্থগিত ২৭ জানুয়ারির প্রস্তাবিত চাক্কা বনধ

গুয়াহাটি, ২৬ জানুয়ারি (হি.স.) : আগামীকাল ২৭ জানুয়ারির ২৪ ঘণ্টার মোটর শ্ৰমিক সংগঠনের যৌথ মঞ্চ আহূত প্ৰস্তাবিত চাক্কা বন্ধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। সরকারের আমন্ত্রণ পেয়ে আগামীকাল বুধবার মোটর শ্ৰমিক সংগঠনের যৌথ মঞ্চের প্রতিনিধিরা রাজ্যের সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন। তাই সাময়িকভাবে প্রস্তাবিত আন্দোলন স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে মঞ্চেক তরফ থেকে।

মঞ্চের পদাধিকারীরা জানিয়েছেন, আলোচনা সফল না হলে পুনরায় তাঁরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। সরকার তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না করার প্রতিবাদে শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ ধারা চাক্কা বনধ কর্মসূচির ডাক দিয়েছিল। তাঁরা জানান, অসংগঠিত খণ্ডের আট থেকে নয় লক্ষ চালক কৰ্মচারীদের সরকার গুরুত্ব দিচ্ছে না। বিগতদিনে লকডাউনের কবলে পড়ে কৰ্মহীন হয়ে পড়া শ্ৰমিকদের সাহায্য দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন মোটর শ্ৰমিক সংগঠনের যৌথ মঞ্চের পদাধিকারীরা। তাঁদের প্ৰধান দাবিগুলির মধ্যে অন্যতম হল, যানবাহন কর রেহাই, বহিঃরাজ্যে যাওয়ার ক্ষেত্ৰে জারি বিধিনিষেধ প্রত্যাহার করা ইত্যাদি।