চট্টগ্রাম, ২৫ জানুয়ারি (হি.স.): ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে একদিনের সিরিজ জিতল বাংলাদেশ । তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচ জয়ের পর সোমবার সিরিজের শেষ ম্যাচেও ক্যারিবীইয়ানদের গুড়িয়ে দেয় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সোমবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৯৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ । ১২০ রানের জয়ের মাধ্যমে ৩-০ তে সিরিজ দখল করল বাংলাদেশ ।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ (৬৪*), মুশফিকুর রহিম (৬৪), তামিম ইকবাল (৬৪) ও সাকিব আল হাসানের (৫১) ফিফটিতে ভর করে ২৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।
এদিন জয়ের লক্ষ্যে খেলতে নামা ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে এদিনও প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ৩০ রানের মধ্যেই দুই ওপেনারকে সাজঘরে ফেরান তিনি। এনক্রুমাহ বোনার ও রভম্যান পাওয়েল প্রতিরোধ গড়ে তুললেও দলের বাকিরা ব্যস্ত ছিলেন আসা-যাওয়ায়। পাওয়েলের ৪৯ বলে ৪৭ ও বোনারের ৬৬ বলে ৩১ রানের ইনিংস ক্যারিবীয়দের ব্যাটিংকে একটু দীর্ঘায়িতই করেছে শুধু। ৪৪.২ ওভারে ১৭৭ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। শেষদিকে ২৭ রান আসে রেয়মন রেইফারের ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে একাদশে ফেরা মহম্মদ সাইফউদ্দিন শিকার করেন তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। সৌম্য সরকার ও তাসকিন আহমেদ একটি করে উইকেট লাভ করেন। চোটের কারণে ৪.৫ ওভার বল করেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় সাকিব আল হাসানকে, যিনি বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।