ওয়াশিংটন, ১৩ জানুয়ারি (হি.স.): টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামের পর এবার ইউটিউব। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার কোণঠাসা করল ইউটিউবও। নীতি লঙ্ঘনের দায়ে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে দেওয়া হল ভিডিও। এখানেই শেষ নয়, ট্রাম্পের চ্যানেলকে সাসপেন্ডও করেছে ইউটিউব। ট্রাম্পের চ্যানেলে আপলোড হওয়া নতুন ভিডিও-র প্রেক্ষিতে হিংসার সম্ভাবনা রয়েছে, এই কারণে দেখিয়ে বিদায়ী প্রেসিডেন্টের চ্যানেল থেকে ভিডিও সরিয়ে দিয়েছে ইউটিউব।
আমেরিকার সময় অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে ইউটিউব বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্পের চ্যানেলটি নুন্যতম ৭ দিনের জন্য নতুন ভিডিও আপলোড অথবা লাইভ স্ট্রিমিংয়ের জন্য বন্ধ রাখা হয়েছে, প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে। উল্লেখ্য, ক্যাপিটল বিল্ডিংয়ে ট্রাম্প-সমর্থকদের হামলার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ট্রাম্পকে কোণঠাসা করে দিয়েছে। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ইতিমধ্যেই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, ফেসবুকও অনির্দিষ্টকালের জন্য ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। একইপথে হেঁটেছে ইনস্টাগ্রাম। এবার ইউটিউবও ট্রাম্পের চ্যানেল সাসপেন্ড করল এক সপ্তাহের জন্য।