নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দেশব্যাপী কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সারা ভারত কৃষক সমন্বয় কমিটির উদ্যোগে আগরতলায় সোমবার গণ-অবস্থান পালন করা হয়৷
ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত অবস্থানে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সমন্বয় কমিটির রাজ্য সভাপতি অঘোর দেববর্মাএবং সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ রাজ্যের অন্যান্য স্থানেও এদিন কৃষি আইন বাতিলের দাবিতে গণবস্থান পালন করা হয়৷গণবস্থানের বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের কৃষি আইন এর তীব্র সমালোচনা করেন৷কেন্দ্রীয় সরকার অবিলম্বে কৃষি আইন প্রত্যাহার করে নতুন আইন প্রণয়ন না করলে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন৷
গণবস্থান এ আলোচনায় অংশ নিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র করবলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে গণ-আন্দোলন গড়ে তুলেছিলেন দেশের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধরনের গণ-আন্দোলন গড়ে তোলা হবে৷কেন্দ্রীয় সরকার যতদিন পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার করবে না ততদিন পর্যন্ত দেশব্যাপী আন্দোলন আরো জোরদার হবে বলেও তিনি উল্লেখ করেন৷ বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিদেশি পুঁজিপতিদের কৃষিক্ষেত্রে প্রবেশের পথ প্রশস্ত করার জন্যই এ ধরনের কৃষি আইন প্রণয়ন করেছে বলেও তিনি উল্লেখ করেন৷প্রসঙ্গক্রমে পবিত্র বাবু বলেন রাম জন্মগ্রহণ করার আগেই যেমন রামায়ণ রচিত হয়েছিল ঠিক তেমনি আমাদের দেশে কৃষি আইন প্রণয়ন হওয়ার আগেই পুঁজিপতিরা কৃষি পণ্য মজুদ এর জন্য গোদাম তৈরি করে রেখেছে৷কেন্দ্রীয় সরকার দেশি এবং বিদেশি পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্যই এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয়েছে৷ দেশবাসী কেন্দ্রীয় সরকারের এ ধরনের চক্রান্ত কোনভাবেই মেনে নেবে না বলেও তিনি উল্লেখ করেন৷