নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি. স.): জরুরী পরিস্থিতিতে নির্দিষ্ট ব্যবহারের জন্য সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেকের করোনা প্রতিষেধককে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডি সি জি আই)।
রবিবার সকালে বিবৃতি জারি করে ডিসিজিআইয়ের তরফে ভিজি সোমানি জানিয়েছেন, পর্যাপ্ত পরীক্ষার পর সিডিএসসিও বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে নিয়ে সেরাম এবং ভারত বায়োটেককের করোনা প্রতিষেধককে জরুরী পরিস্থিতিতে নির্দিষ্ট ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি ক্যাডিলা হেলথকেয়ারকে তৃতীয় দফার ট্রায়ালের ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রতিষেধক ১০০ শতাংশ নিরাপদ হলেই তবেই ছাড়পত্র দেওয়া হচ্ছে।
উল্লেখ করা যেতে পারে ভারতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন। অন্যদিকে চলতি মাসেই প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়ে যাবে ভারতে। বর্তমানে এখন গোটা দেশে প্রতিষেধকের ড্রাই রান চলছে।

