রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ সোমবার সাতসকালেই যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ণ এলাকায় দ্রুতগামী রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক যুবক৷ নিহত যুবকের নাম দীপঙ্কর বিশ্বাস৷ বয়স মাত্র ২২ বছর৷ ঘটনার বিবরণে জানা যায় এইদিন সকালে দীপঙ্কর বিশ্বাস প্রাতঃভ্রমণের নাম করে বাড়ি থেকে বের হয়ে যায়৷ কিন্তু যোগেন্দ্রনগর রেলস্টেশন সংলগ্ণ এলাকায় সে দ্রুতগামী ট্রেনের সামনে ঝাপ দেয়৷


এতে সে গুরুতর ভাবে আহত হয়৷ ঘটনার পর স্থানীয়রা পরিবারের লোকজনদের খবর দেয়৷ গুরুতর আহত অবস্থায় দীপঙ্কর বিশ্বাসকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পরে দীপঙ্কর বিশ্বাস৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে আত্মীয় পরিজনদের মধ্যে৷ কি কারণে সে এভাবে আত্মঘাতী হলো সেটা মামলা নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *