নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি. স.): রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গিয়ে শ্রদ্ধা জানিয়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে তিনি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। শান্তিনিকেতনের রবীন্দ্রভবনে গিয়ে তিনি রবীন্দ্রনাথের ব্যবহৃত সরঞ্জাম দেখতে থাকেন।
অমিত শাহের সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। অন্যদিকে এ দিন বোলপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা শুরু আগেই তান্ডব তৃণমূল কংগ্রেসের। নানুর বিধানসভার অন্তর্গত শিমুলিয়া মোড়ে বিজেপি কর্মীদের দোকানে আগুন জ্বালানো হল। ভস্মীভূত হয়ে গেছে দোকানগুলি। বিজেপি তরফে দাবি করা হয়েছে তৃণমূলের হিংসার হাত থেকে রেহাই পান না একজন সাধারন অরাজনৈতিক খেটে খাওয়া মানুষও। তাঁর দোকানেও আগুন লাগায় তৃণমূলের হার্মাদ বাহিনী।