গুয়াহাটি, ১ ডিসেম্বর (হি.স.) : ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সিকিম সহ আটটি রাজ্যে করোনা ভাইরাসের সংক্ৰমণ অব্যাহত রয়েছে। তবে গত কিছুদিন ধরে করোনা সংক্ৰমণের সংখ্যা যথেষ্ট কমছে বলে ধারণা করা হচ্ছে। এর পাশাপাশি সুস্থের সংখ্যাও দ্ৰুততার সঙ্গে বাড়ছে। উত্তর-পূর্বাঞ্চলে করোনা সংক্ৰমণের ক্ষেত্ৰে শীর্ষ প্রথম স্থানে অসম, বিপরীতে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ত্ৰিপুরা ও মণিপুর।
উত্তর-পূৰ্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় নতুন ৪৬৪ জনকে করোনা ভাইরাসে সংক্ৰমিত বলে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এই অঞ্চলে করোনা সংক্ৰমিতের সংখ্যা ৩,১৮,৫৬৬ জনে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৮২৯ জন রোগীকে নিয়ে এ পর্যন্ত ৩,০৬,১৪২ জন আরোগ্য লাভ করে বাড়ি ফিরেছেন। তবে ১০,২৭০ জন রোগী এখনও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে এই খবর লেখা পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১,৯৭২ জনের। পাঁচজন রোগী উত্তরপূর্বের বাইরে অন্য রাজ্যে চলে গেছেন।
এদিকে অসমে গত ২৪ ঘণ্টায় নতুন ১৫৯ জনকে করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে অসমে মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২,১২,৭৭৬। অসমে গত ২৪ ঘণ্টায় ১১০ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। তাঁদের নিয়ে রাজ্যে সুস্থের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২,০৮,৩৯৩। এছাড়া ৩,৩৯৯ জন এখনও রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অসমে গত রবিবার রাত পর্যন্ত একজনকে নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৮১ জনের।
ত্ৰিপুরায়ও গত ২৪ ঘণ্টায় নতুন ৫৪ জন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২,৬৯২। ত্ৰিপুরায় এখন পর্যন্ত ৩১,৭০৭ জন রোগী সুস্থ হওয়ার পাশাপাশি ৫৯৫ জন সক্রিয় রোগী রয়েছেন। মৃত্যু হয়েছে মোট ৩৬৭ জনের।
মণিপুরে গত ২৪ ঘণ্টায় ১৩৫ জন করোনা রোগীকে চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে মণিপুরে মোট রোগীর সংখ্যা হয়েছে ২৫,০৪৫ জন। রাজ্যে এখন পর্যন্ত ২১,৫৬৬ জন রোগী সুস্থ হওয়ার বিপরীতে ৩,১৯৮ জন সক্রিয় রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মণিপুরে ১৬৫ জন করোনায় আক্ৰান্ত রোগী সুস্থ হয়েছে। মৃত্যু হয়েছে মোট ২৮১ জনের।
নাগাল্যান্ডে নতুন ২৭ জন করোনায় সংক্রমিত হয়েছেন। তাঁদের নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১১,১৮৬। নাগাল্যান্ডে এখন পর্যন্ত ১০,০৮৬ জন রোগী সুস্থ হওয়ার পাশাপাশি ৯২৬ জন সক্রিয় করোনা আক্ৰান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ওই সময়কালে রাজ্যে ১৮৮ জন করোনা-আক্ৰান্ত রোগী আরোগ্য লাভ করেছেন। নাগাল্যান্ডে এখন পর্যন্ত ৬৪ জন রোগীর মৃত্যু হয়েছে।
অরুণাচল প্ৰদেশো নতুন ১৩ জনকে করোনায় আক্ৰান্ত বলে শনাক্ত করা হয়েছে। এতে মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬,২৮২। রাজ্যে এখন পর্যন্ত ১৫,৪১১ জন রোগী আরোগ্য লাভ করেছেন এবং ৮১৭ জন সক্রিয় করোনা-আক্ৰান্তের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় অরুণাচল প্রদেশে ৪৭ জন রোগী সুস্থ হয়েছেন। অন্যদিকে রাজ্যে এখন পর্যন্ত মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।
মেঘালয়েও নতুন ৭০ জনকে করোনায় আক্ৰান্ত বলে শনাক্ত করা হয়েছে। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১১,৮১০। মেঘালয়ে এখন পর্যন্ত ১০,৯৩৬ জন রোগী করোনাকে জয় করেছেন। এছাড়া ৭৬৩ জন করোনা-আক্ৰান্ত ব্যক্তির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় মেঘালয়ে ৭৫ জন করোনা-আক্ৰান্ত রোগী সুস্থ হওয়ার পাশাপাশি মৃত্যুবরণ করেছেন মোট ১১১ জন।
মিজোরামে গত ২৪ ঘণ্টায় ২ জন করোনায় আক্ৰান্ত হয়েছেন। রাজ্যে মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩,৮২৫। মিজোরামে এখন পর্যন্ত ৩,৪৯৯ জন রোগী সুস্থ হয়েছেন। এছাড়া ৩২১ জন সক্রিয় করোনা-আক্ৰান্ত ব্যক্তির চিকিৎসা চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। ওই সময়কালে মিজোরামে ৫৯ জন করোনা-আক্ৰান্ত রোগী আরোগ্য লাভ করেছেন। মিজোরামে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
অনুরূপভাবে সিকিমেও গত ২৪ ঘণ্টায় নতুন ৪ জনকে করোনায় আক্ৰান্ত বলে শনাক্ত করা হয়েছে। এঁদের নিয়ে রাজ্যে মোট করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৯৯০। সিকিমে এখন পর্যন্ত ৪,৫৪৪ জন রোগী আরোগ্য লাভ করেছেন। ২৫১ জন সক্রিয় করোনা-আক্ৰান্তের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় সিকিমে ২৩ জন করোনা-আক্ৰান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে রাজ্যে এখন পর্যন্ত ১০৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। অন্যদিকে ৮৬ জন করোনা-আক্রান্ত বহিঃরাজ্যে প্ৰত্যাবৰ্তন করেছেন।