নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৯ নভেম্বর৷৷ রাতে বাড়ি পৌঁছে দেবার বাহানায় মাঝরাস্তায় ধর্ষণ পঞ্চাশোর্ধ মহিলাকে৷পুলিশ অভিযুক্ত ধর্ষণকারী দেবু তাঁতিকে (৩৫) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ জঘন্যতম ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা থানাধীন সরলা এলাকায়৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত সরলা গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের হরিনাছড়ার বাসিন্দা দেবু তাঁতী (৩৫) পিতা বমরু তাঁতী৷ নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীর শারীরিক চিকিৎসার জন্য গতকাল সন্ধ্যাবেলা গ্রাম্য ধাত্রীকে খবর দেয়৷ পঞ্চাশোর্ধ বিধবা গ্রাম্য ধাত্রী দেবু তাঁতীর অন্তঃসত্ত্বা স্ত্রীর শারীরিক অবনতির খবর পেয়ে গতকাল সন্ধ্যা বেলাই তার বাড়িতে যান৷ দেবুর বাড়িতে গিয়ে তার স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা করতে রাত প্রায় ৯ টা বেজে যায়৷ তখন লম্পট দেবু তাঁতী ধাত্রীকে তার বাড়িতে পৌঁছে দেবে বলে বাড়ি থেকে বের হয়৷ বাড়ি থেকে কিছুটা দূর আসার পর সরলা এলাকা সংলগ্ণ নির্জন স্থানে একাকিত্বের সুযোগ নিয়ে পঞ্চাশোর্ধ বিধবা ধাত্রীকে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ৷
ধর্ষিতা ধাত্রী ও তার পরিবারের অভিযোগ, সরলা এলাকায় আসার পর দেবু তাঁতী বিধবা ধাত্রীকে মুখে চাপা দিয়ে বলপূর্বক রাস্তার পাশে একটি জঙ্গলে নিয়ে গিয়ে নির্মমভাবে ধর্ষণ চালায়৷ আর শারীরিক অত্যাচারে পঞ্চাশোর্ধ বিধবা মহিলা অজ্ঞান হয়ে পড়ে৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণকারী দেবু পালিয়ে যায়৷ রাত আনুমানিক একটা নাগাদ ধর্ষিতা মহিলার জ্ঞান ফিরে৷ তারপর সেখান থেকে কোন ভাবে নিজ বাড়িতে এসে ডাকাডাকি করলে পরিবারের লোকজন ও আশপাশের লোকজন ছুটে আসেন৷পরিবার ও আশপাশের লোকজনদের সবিস্তারে ঘটনাটি জানায় পঞ্চাশোর্ধ ধর্ষিতা বিধবা মহিলা৷ এই ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে কদমতলা থানায় একটি ধর্ষণের মামলা রুজু করে ধর্ষিতা৷ কদমতলা থানার পুলিশ সুুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে দেয়৷ অবশেষে আজ বিকালে সরলা এলাকা থেকে অভিযুক্ত ধর্ষণকারী দেবু তাঁতীকে জালে তুলতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ৷
এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, এই জঘন্যতম ধর্ষণকাণ্ড সংগঠিত করার পর অভিযুক্ত দেবু তাঁতী গা ঢাকা দিয়েছিলো৷ অবশেষে সরলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত ধর্ষণকারীকে তুলেছে পুলিশ৷ ওসি আরো জানান, আগামীকাল ধৃত ধর্ষণকারীকে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে৷ তবে পঞ্চাশোর্ধ বিধবা মহিলা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত ধর্ষণকারীর কঠোরতম শাস্তির দাবী তুলছেন কদমতলা এলাকার সকল স্তরের জনগণ৷

