নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ নভেম্বর৷৷ গোমতি জেলা পুলিশ সুপার লাকি চৌহান গত শুক্রবার উদয়পুর সুভাষ সেতুর উপর হিন্দু সংগঠন কতৃক রাস্তা অবরোধের জেরে এক প্রকার বাধ্য হয়েই মুচলেকা দিয়ে অবরোধ প্রত্যাহার করিয়েছেন৷ হিন্দু মেয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এরসাদ খাঁকে গ্রেপ্তারের দাবিত হিন্দু সংগঠনের অবরোধে এস পি মুচলেকা দিয়ে ছিলেন৷
সে মোতাবেক শনিবার গভীর রাতে সোনামুড়া ও আর কে পুর থানার পুলিশের যৌথ অভিযানে সিপাহিজলা জেলার সোনামুড়া হাসপাতাল চৌমুহনী এলাকা থেকে নাবালিকা ধর্ষণ কান্ডে অভিযুক্ত এরশাদ খাঁকে গ্রেপ্তার করে৷ রবিবার ধৃত এরশাদকে আদালতে সোপার্দ করা হয়৷ খবরে প্রকাশ চন্দ্রপুর কলোনী এলাকার বাসিন্দা এক নাবালিকা উদয়পুর শহরে প্রাইভেট পড়তে আসে গত ২৩ অক্টোবর ৷ এর পর মেলাঘরের বাসিন্দা এরশাদ নামে এক যুবক তাকে ফুসলিয়ে একটি মারুতি দিয়ে তাকে অপহরন করে ৷ প্রথমে বিশ্রামগনের ছেচড়ি মাই এলাকায় একটি বাড়িতে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷
এরপর এই ঘটনায় নাবালিকা কন্যার বাবা উদয়পুর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে৷ যদিও এই ঘটনায় মহিলা থানার ও সি আলপনা সরকার তেমন কোন পদক্ষেপ গ্রহণ না করায় গত শুক্রবার সুভাষ সেতুর উপর পথ অবরোধ করে হিন্দু সমাজ৷ অবশেষে শনিবার রাতে অভিযুক্ত কে গ্রেপ্তার করে পুলিশ৷ একেই বলে ঠেলার নাম বাবাজি৷ আর কে পুর মহিলা থানা আসামি গ্রেফতারে কেন আগে এই ধরনের উদ্যোগ গ্রহণ করলো না -এই প্রশ্ণই চর্চিত হচ্ছে হাটে-বাজারে- চায়ের দোকানে৷ উদয়পুর আর কে পুর মহিলা থানায় এই ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছিল৷ মামলার নম্বর কেস নং ৫২/২০২০৷

