নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ নারী নির্যাতনের মতো ঘটনা উত্তরপ্রদেশ সহ ত্রিপুরা রাজ্যেও ছাপিয়ে চলেছে৷ প্রতিদিনই নারী নির্যাতন, খুনের মতো ঘটনা গোটা দেশের সাথে রাজ্য ঘটে চলেছে৷
উত্তরপ্রদেশে তরুণী ধর্ষণের পর খুনের ঘটনা ঘটে, রাজ্যে আমতলিতে লোকশিল্পী শ্লীলতাহানির ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের আইনত কঠোর ব্যবস্থার দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটি উদ্যোগে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয় শহরে৷ মিছিলটি মেলার মাঠ প্যারাডাইস চৌমুহনি সহ বিভিন্ন পথ পরিক্রমা করে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে৷ মিছিলে উপস্থিত ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটি নেতা রতন ভৌমিক জানান, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটি বৃহস্পতিবার বিচার দিবস হিসেবে পালন করছে৷ উত্তরপ্রদেশের দলিত তরুণী ধর্ষণের পর খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷
বরং উত্তরপ্রদেশের যোগী সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে ঘটনার রফাদফা করতে চাইছে৷ এর দ্বারা প্রমাণিত উত্তরপ্রদেশে জঙ্গলে রাজত্ব চলছে৷ এমনকি তদন্তকারী সিবিআই পর্যন্ত সরকারের পক্ষপাতিত্ব হয়ে কথা বলছে৷ আর উত্তর প্রদেশ থেকে ত্রিপুরা রাজ্য কোন অংশে কম নয়৷ কারণ গত মঙ্গলবার নিশ্চিন্তপুরের দলিত লোকশিল্পী শ্লীলতাহানি ঘটনা প্রমাণ করে দেয়৷ অভিযুক্তদের বিরুদ্ধে সরকার এবং পুলিশের কোন ভূমিকা নেই৷ কারণ অভিযুক্তরা শাসকদলের দুষৃকতি৷ ইতিমধ্যে যদি এ ধরনের নারী সংক্রান্ত ঘটনা বন্ধ করতে সরকার কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি৷