নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৮ সেপ্ঢেম্বর৷৷ সোনামুড়া থানা এলাকার পাহাড়পুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ এক যুবক সুকটি নিয়ে যাওয়ার সময় পাহাড়পুর এলাকায় দুসৃকতিকারীরা তাকে আটক করে৷তাকে মারধর করে নগদ ৫ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন এবং সুকটি ছিনতাই করে নিয়ে যায়৷ এ ব্যাপারে সোনামোড়া থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে অভিযুক্তদের টিকির নাগাল পায়নি পুলিশ৷
ছিনতাই করে নিয়ে যাওয়া সুকটি এবং মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ আক্রান্ত যুবক জানিয়েছে ছিনতাইকারীরা দুজন ছিল৷সোনামুড়া পাহাড়পুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা কে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷অভিযুক্তদের খুঁজে বের করে কটুর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি উঠেছে৷

