নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড। এবার আগুন লাগল পূর্ব দিল্লির কারকারদুমা এলাকায় অবস্থিত একটি মেগা মলে। বৃহস্পতিবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ কারকারদুমা এলাকায় অবস্থিত আদিত্য শপিং মলের দোতলায় ওষুধের দোকান ও গোডাউনে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই দোতলা থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে, প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ কারকারদুমা এলাকায় অবস্থিত আদিত্য শপিং মলের দোতলায় অবস্থিত ওষুধের দোকান ও গোডাউনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় সকাল ৮.৫০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, ওই ওষুধের দোকানটি বাইরে থেকে বন্ধ ছিল। ভিতরে কেউ ছিলেন না। দমকল কর্মীরা জানিয়েছেন, ওই ওষুধের দোকানের ভিতরে প্রচুর প্যাকিং এবং রাসায়নিক সামগ্রী ছিল। তাই ব্যাপক পরিমানে ধোঁয়া হয়। ওষুধের দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানো হয়।

