ব্রু শরণার্থী নিয়ে দিল্লীতে বৈঠকগেলেন মুখ্যমন্ত্রীপুনর্বাসনের বিরোধিতায় আজবনধ কাঞ্চনপুরে

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর/ আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় ব্রু শরণার্থী ইস্যুতে ফের পরিস্থিতি জটিল হচ্ছে৷ আজ সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে জরুরি বৈঠকে অংশ নেওয়ার জন্য দিল্লি ছুটে গেছেন৷ অন্যদিকে, আগামীকাল ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় সম্মিলিতভাবে জয়েন্ট মুভমেন্ট ফোরাম এবং নাগরিক সুরক্ষা মঞ্চ ১২ ঘণ্টার বনধ ডেকেছে৷ ফলে ব্রু শরণার্থী ইস্যুতে ত্রিপুরায় আগামীদিনে পরিস্থিতি কী দাঁড়াবে তা এখনই অনুমান করা যাচ্ছে না৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ দুপুরে দিল্লি গিয়েছেন৷ সূত্রের খবর, আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তিনি বৈঠকে মিলিত হবেন৷ ওই বৈঠকে অসমের অর্থ স্বাস্থ্য শিক্ষা ও পূর্তমন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা উপস্থিত থাকবেন৷ এছাড়া ব্রু শরণার্থী সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত অন্য পদস্থ আধিকারিকরাও বৈঠকে অংশ নেবেন৷ সূত্রের দাবি, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে৷


ত্রিপুরা সরকার দুই দশকের অধিক সময়ের ব্রু শরণার্থী সমস্যা সমাধানে পথ খুঁজে বের করেছে৷ তাদের ত্রিপুরায় পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কিন্তু ব্রু শরণার্থীদের পুনর্বাসনেও নানা জটিলতা দেখা দিয়েছে৷ বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের নাগরিকরা তাঁদের ওই এলাকায় পুনর্বাসনে তীব্র আপত্তি জানিয়েছেন৷ এছাড়া, ব্রু শরণার্থীরাও ত্রিপুরা সরকারের বাছাই করা স্থানে পুনর্বাসনে সম্পূর্ণ একমত হচ্ছেন না৷ ফলে, সমস্যার সমাধান সত্ত্বেও নতুন করে জটিলতা দেখা দিয়েছে৷

নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ জানিয়েছেন, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের প্রতিবাদে আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা বনধ পালন করা হবে৷ জয়েন্ট মুভমেন্ট ফোরাম এবং নাগরিক সুরক্ষা মঞ্চ সম্মিলিতভাবে ওই বনধ পালন করবে৷ ওই সময়ে কাঞ্চনপুর মহকুমায় সমস্ত দোকানপাট এবং যান চলাচল বন্ধ থাকবে৷ আজ মাইকিং করে সমস্ত মহাকুমবাসীকে বনধ সম্পর্কে অবগত করা হয়েছে৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকালের বনধ টোকেন হিসেবে প্রতিফলিত হবে৷ ব্রু শরণার্থী পুনর্বাসন ইস্যুতে ত্রিপুরা সরকার আমাদের দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করব আমরা৷