দূর্গাবাড়ি চা বাগানে চুরির ঘটনায় আরও চারজন আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ দুর্গাবাড়ি চা বাগান থেকে চুরির ঘটনায় জড়িত আরও চারজনকে আটক করা হয়েছে৷অভিযুক্ত চারজনকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ঘটনার বিবরণে জানা যায় গত বেশ কিছুদিন ধরেই দুর্গাবাড়ি চা পাতা থেকে চা পাতা সহ অন্যান্য জিনিসপত্র ব্যাপক হারে চুরি করেছিল৷


চুরির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে চুরি রহস্য ভেদ করতে সক্ষম হন বাগানের শ্রমিকরা৷ তার জবানবন্দি অনুযায়ী আরও চারজনকে আটক করা সম্ভব হয়েছে৷ আটক অপর চারজন হলো প্রদিপ দেবনাথ ,নিপু মুন্ডা, রঞ্জিত মুন্ডা এবং বিশু কর্মকার৷ তারা সালিশি সভায় চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে৷
তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নির্দিষ্ট থানায় মামলা গৃহীত হয়েছে৷ বাগান কর্তৃপক্ষ এবং বাগানের শ্রমিকরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ বাগানে চুরির ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গিয়েছে৷ তাদের আটক করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে৷ এদিকে আটকদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে৷