করোনা আবহে মহালয়া ও বিশ্বকর্মা পূজা, কঠোর প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ রাত পোহালেই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা৷ এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা যথাযথভাবে মেনে বিশ্বকর্মা পূজা করতে হবে৷ পশ্চিম জেলার জেলাশাসক এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপ করেছেন৷ পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব বুধবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে তথ্য দিতে গিয়ে জানান সরকারি নির্দেশিকা মেনেই বিশ্বকর্মা পুজো করতে হবে৷


সরকারি নীতি নির্দেশিকা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ নীতি নির্দেশিকার মধ্যে রয়েছে খোলা জায়গায় মন্ডপ করতে হবে৷ অন্যান্য বছরের মতো বিশেষ আলোর ব্যবস্থা করা যাবে৷ ১০ জনের বেশি দর্শনার্থী একসঙ্গে সমবেত হতে পারবেন না৷ এক সংক্রান্ত বিধি নিষেধ সম্পর্কে প্রতিটি পুজো কমিটিকে অবগত করা হয়েছে৷
জেলা প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন৷ উল্লেখ্য অরুনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যেই পূজা-পার্বণের ক্ষেত্রেও বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ এবছর শারদীয়া দুর্গাপূজা ধরনের বিধি-নিষেধ আরোপ করা হবে৷প্রীতি নিষেধ অমান্য করা হলে পুজো বাতিল করে দেওয়া হবে৷

পিতৃপক্ষের অবসান এবং মাতৃ পক্ষের আগমন৷ মহালয়ার মধুতে সূচনা হবে মাতৃ পক্ষের৷ অন্যান্য বছর মহালয়ার ভোররাত থেকে প্রথম ভ্রমণ এ বের হতেন হাজার হাজার মানুষ৷ দীর্ঘকাল ধরেই এই রীতি নীতি প্রচলিত৷ প্রকৃতপক্ষে মহালয়ার মধ্য দিয়েই শারদীয় দূগর্োৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় থাকে৷কিন্তু এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে মহালয়ার ভোররাতে পুণ্যার্থীদের প্রাতঃভ্রমণে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ সদরের মহকুমা পুলিশ আধিকারিক এক বার্তায় মহালয়ার ভোররাতে প্রাতঃভ্রমণে বের না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন৷
প্রাতঃভ্রমণে বের হলে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷ সে কারণেই প্রাতঃভ্রমণে বের হওয়া থেকে বিরত থাকতে হবে৷সরকারি নীতি নির্দেশিকা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়৷সরকারি এই নীতি নির্দেশিকা যাদের ফলে স্বাভাবিক কারণেই মহালয়ার ভোররাতে অন্যান্য বছরের মতো এ বছর প্রাতঃভ্রমণ কারীদের যেমন আনাগোনা পরিলক্ষিত হবে না৷ প্রত্যেককেই ঘরে বসে মহালয়ার আনন্দ উপভোগ করতে হবে৷