গুয়াহাটি, ২৮ আগস্ট (হি.স.) : অসমে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই রাজ্যে ফের জারি করা হতে পারে সম্পূর্ণ লকডাউন। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ এমনই ইঙ্গিত দিয়ে রেখেছেন।
আজ রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ সংবাদ মাধ্যমকে সরকারের উদ্বেগের তথ্য দিয়ে জানান, অসমের সাধারণ জনতা এখনও কোভিড-১৯ সংক্ৰমণ নিয়ন্ত্রণ করতে সরকারের স্বাস্থ্য বিধি মানছেন না। অধিকাংশ মানুষ মুখে মাস্ক পরিধান করছেন না, সামাজিক দূরত্ব বজায় রাখাকে তাঁরা পরিহাসে পরিণত করেছেন। পরিস্থিতি দেখে গোটা রাজ্যে ফের লকডাউন জারি করতে সরকার বাধ্য হবে বলে সাফ জানিয়েছেন মুখ্যসচিব।
ঘটনাপ্রবাহে তিনি আজ আবারও রাজ্যের সর্বসাধারণের কাছে কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্য বিধি পালন করার আহ্বান জানিয়েছেন। অন্যথা আবার লকডাউনের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, রাজ্যে এই খবর লেখা পর্যন্ত নতুন ২,০৩৬টি কোভিড সংক্ৰমণের মামলা রেজিস্ট্রি হয়েছে। এ নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৮,৮০৮।