নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার উত্তর সরাসরি বাজারে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে অপর ভাই গুরুতরভাব আহত হয়েছে৷ আহত ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাই মদন বিশ্বাস প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই সাধন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে৷রক্তাক্ত অবস্থায় সাধন বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷এ ব্যাপারে বিলোনিয়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ বড় ভাই মদন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই গুরুতর ভাবে আহত হওয়ার সংবাদে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল৷ এরই পরিণতিতে বড় ভাই প্রকাশ্যে ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে৷ স্থানীয় মানুষজন এগিয়ে না আসলে তাকে হত্যা করা হতো বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

