নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): ভারতকে আত্মনির্ভর করে তোলার জন্য ফের দেশবাসীর কাছে বিশেষ আবেদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার, ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর আর্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণে সঙ্কল্প করুন, স্বদেশী পণ্য ব্যবহার করে দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ যোগদান রাখুন।
শনিবার সকালে টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, এই স্বাধীনতা দিবসে, আসুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হই এবং দেশীয় পণ্য ব্যবহার করে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখি। টুইটারে অমিত শাহ আরও লিখেছেন, আজ আমরা সত্যিই গর্বিত, যে স্বাধীন, শক্তিশালী এবং সক্ষম ভারতের স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতা সংগ্রামীরা, তা পূরণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দরিদ্র ও বঞ্চিতদের ঘর, বিদ্যুৎ ও স্বাস্থ্য বীমা দেওয়ার পাশাপাশি দেশকে শক্তিশালী করে তুলছেন তিনি।