নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসক ডাঃ উত্তম কুমার ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে অতিরিক্ত মুখ্য সচিবের সাথে চিকিৎসকদের তিনটি সংগঠনের প্রতিনিধিদের বৈঠকের পর এই সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে৷
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে অনেক কিছু বিষয় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের দিকে ঠেলে না দিয়ে বিষয় গুলিকে প্রশাসন ও স্বাস্থ্য কর্মীরা মিলে সুরাহা করার চেষ্টা করলে এটা রাজ্যের ৩৭ লক্ষ জনগণের জন্য অত্যন্ত সুখের হবে৷ একই সঙ্গে করোনার বিরুদ্ধে যুদ্ধে তা সহায়তা করবে৷ কিন্তু তা না করে একে অপরকে দোষারোপ , শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং নিগৃহীত হতে হলে তা মেনে নেবে না আইএমএ, এটিজিডিএ এবং এজিএমসি-র ফাকাল্টি এসোসিয়েশন৷ অবিলম্বে প্রশাসন ডাঃ উত্তম ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করুক তাঁর দাবি জানায় এটিজিডিএ-র সম্পাদক ডাঃ কনক নারায়ন চৌধুরী৷ একই সঙ্গে গোমতী জেলার ঘটনায় জেলা শাসকের দুঃখ প্রকাশ এবং ডাঃ কৌশিক চক্রবর্তীর বিষয়টিও গুরুত্ব সহকারে দেখার দাবি জানান তিনি৷ আশা ব্যক্ত করেন অচল অবস্থার জট অচিরেই খুলে যাবে৷ প্রশাসনিক ভাবে সদিচ্ছা থাকলে কোভিডের বিরুদ্ধে লড়াই করতে তাদের মনোবল বারবে বলে জানান তিনি৷
বৃহস্পতিবার মহাকরণে অতিরিক্ত মুখ্যসচিবের পৌরহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷ এদিনের বৈঠকে আইএমএ, এটিজিডিএ এবং এজিএমসি-র ফাকাল্টি এসোসিয়েশনের প্রতিনিধি , এম এস জিবি ও স্বাস্থ্য অধিকর্তা অংশ নেন৷ এই বিষয় গুলি বিবেচনা করার আশ্বাস দেন অতিরিক্ত মুখ্যসচিব৷ শুক্রবার দুপুরে এই বিষয়ে তাদের বক্তব্য জানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়৷

