জয়পুর, ৫ আগস্ট (হি.স.): রাজস্থানে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, এক ধাক্কায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। নতুন করে ৫৯৩ জন আক্রান্ত হওয়ার পর রাজস্থানে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৭,২৭২। বুধবার সকালে রাজস্থান স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজস্থানে নতুন করে ৫৯৩ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে এবং মৃত্যু হয়েছে ১০ জনের, সুস্থ হয়েছেন ৬৮ জন।
আক্রান্ত ৫৯৩ জনের মধ্যে আজমের-এ আক্রান্ত ১৩ জন, আলাওয়ারে ১১২ জন, বারমের-এ ৩৩ জন, দৌসায় একজন, ঢোলপুরে ১৯ জন, জয়পুরে ৩৮ জন, জয়সলমেরে ৯ জন, জালোরে ৪৯ জন, ঝালাওয়ারে ৬৪ জন, ঝুনঝুনুতে ১০ জন, কোটায় ৯০ জন, নাগাউরে ২৩ জন, পালিতে ৪৪ জন, রাজাসমন্দে ২৩ জন, সওয়াই মাধপুরে ২৬ জন এবং উদয়পুরে ৩৯ জন সংক্রমিত হয়েছেন। ফলে রাজস্থানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭,২৭২-এ পৌঁছেছে। স্বস্তির বিষয় হল, মরুরাজ্যে ইতিমধ্যেই করোনা-মুক্ত হয়েছেন ৩২,৯০০ জন। সক্রিয় করোনা রোগী ১৩,৬৩০ এবং নতুন করে ১০ জনের মৃত্যুর পর মরুরাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৭৪২ জনের।