হাওড়ায় তলিয়ে যাওয়া বৃদ্ধের হদিশ মিলেনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ হাওড়া নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক ব্যক্তি৷ এরপর থেকে ধারাবাহিক ভাবে নদীর বক্ষ্যে নিখোজ ব্যক্তির সন্ধান চালানোর পরেও সফলতা আসেনি৷ ২৪ ঘণ্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও নিখোজ ব্যক্তির সন্ধান না মেলায় গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা৷


নিখোঁজ ব্যক্তির নাম নারায়ন দেবনাথ৷ ঘটনা রাজধানীর মাস্টার পাড়ার গীতা মন্দির সংলগ্ণ এলাকায়৷ শনিবার হাওড়া নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় নারায়ন দেবনাথ৷ এরপর শুরু হয় নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি৷ শনিবার নিখোঁজ ব্যক্তির বাড়িতে যান মহকুমা শাসক৷ নিখোঁজ ব্যক্তির সম্পর্কে যাবতীয় তথ্য নেন তিনি৷ পরিবারের বক্তব্য জলে তলিয়ে যাওয়ার ২৪ ঘন্টার উপর অতিক্রান্ত হওয়ার পরেও সন্ধান পাওয়া যায়নি৷ এই নিয়ে উৎকণ্ঠার মধ্যে পরিবারটি৷