মোটর শ্রমিকদের সংঘবদ্ধ হামলায় জাতীয় সড়কে রক্তাক্ত ইঞ্জিনীয়ার সহ শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে কুমারঘাটে কাজ করতে গিয়ে আক্রান্ত হলেন শ্রমিকরা৷ রেহাই পাননি কাজের দায়িত্ব প্রাপ্ত একজন ইঞ্জিনিয়ারও৷


ঘটনার বিবরণে জানা যায় , লকডাউন চলাকালে জাতীয় সড়কে যানবাহন চলাচল অপেক্ষাকৃত কম থাকার সুযোগকে কাজে লাগিয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার দ্রুতগতিতে জাতীয় সড়কের মেরামতের কাজ চালিয়ে যাচ্ছিলেন৷ এরই মধ্যে কাজ চলাকালে হঠাৎ একটি রোগী বিহীন অ্যাম্বুলেন্স আসলে একটু সাইট দিয়ে যাওয়ার জন্য বললে অ্যাম্বুলেন্স চালক রীতিমতো দক্ষ যজ্ঞ বাধিয়ে দেয়৷ সে উত্তেজিত হয়ে আরো বেশ কিছু সংখ্যক মোটর শ্রমিককে সঙ্গে নিয়ে আসে৷ জাতীয় সড়কের কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের ওপর হামলা চালায়৷

ঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন ইঞ্জিনিয়ার সহ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন৷ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার৷ তিনি জানান কাজ চলাকালে কোনো অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আসলে ওই অ্যাম্বুলেন্সকে খুব তাড়াতাড়ি পাস দেওয়ার ব্যবস্থা করা হয়৷ নির্মাণ কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা এসব বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল বলেও তিনি দাবি করেন৷ রোগী ছাড়া খালি অ্যাম্বুলেন্স নিয়ে এসে অ্যাম্বুলেন্স চালক যেভাবে দক্ষযজ্ঞ দিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷ ঠিকাদারের আরো অভিমত জাতীয় সড়কের মেরামতির কাজ কোনভাবেই অপেক্ষাকৃত কম গুরুত্ব নয়৷


লকডাউন চলাকালে যানবাহন চলাচল কম থাকার সুযোগকে কাজে লাগিয়ে দ্রুত জাতীয় সড়ক মেরামতের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন দায়িত্বপ্রাপ্ত৷ এই সময়ে জাতীয় সড়ক মেরামত করা হলে একদিকে একদিকে যেমন যানবাহন চলাচলে কোন অসুবিধা হবে না, ঠিক তেমনি মেরামতের কাজ অনেক ভালো হবে বলে তিনি মনে করেন৷ জাতীয় সড়ক মেরামতের কাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ এদিকে জাতীয় সড়কের মেরামতের কাজে নিযুক্ত ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কাজ চলাকালে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে তারা কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *