কুরবানী ঈদ সংক্ষিপ্ত ভাবে করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই কুরবানির ঈদ পালন করা হবে বলে জানিয়েছে আগরতলা সেন্ট্রাল টাউন জামে মসজিদ৷ আগরতলা সেন্ট্রাল টাউন জামে মসজিদ ও ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ এর এক প্রতিনিধি দল বুধবার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজ্যের শিক্ষা ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের সাথে সাক্ষাৎ করেন৷ সাক্ষাতে প্রতিনিধিরা মন্ত্রীকে জানিয়েছেন, করোনা অতিমারীতে স্বাস্থ্য বিধি মেনেই সংক্ষিপ্তভাবে ঈদের নামাজ ও কুরবানী করার জন্য প্রশাসনের সহযোগিতা দাবী করা হয়েছে৷


এদিকে, মসজিদ কমিটির তরফ থেকে রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখা হযেছে, সংক্ষিপ্তভাবে ঈদের নামাজ ও কুরবানি করার৷ ঈদের নামাজের পর পরস্পরে আলিঙ্গন করা থেকে বিরত থাকার৷ নামাজের পর ঈদগাহে কোন প্রকার অনুষ্ঠান না করার৷ নিজ নিজ কুরবানী নিজের বাড়ীতেই করবেন৷ প্রতিবেশীর যাতে কোনও প্রকার সমস্যা না হয় তা খেয়াল রাখার৷ সর্বোপরি রাজ্য সরকারের প্রশাসনকে সার্বিক ভাবে সহায্য করাা৷ বুধবার এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন মসজিদ কমিটির সচিব জালাল আহমেদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *