মুম্বই, ২৩ জুলাই (হি. স.): মহারাষ্ট্রের পুনে এবং নাসিকে বাড়িতে মদ ডেলিভারি করার আর্জির শুনানি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে মদ কোন প্রকারের অত্যাবশ্যকীয় পণ্য নয় যে বাড়িতে তার ডেলিভারি করতে হবে।মহারাষ্ট্রের ওয়াইন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেশের শীর্ষ আদালতের কাছে আর্জি জানানো হয়েছিল যে পুনে এবং নাসিকে মদের হোম ডেলিভারি অনুমতি দিতে হবে। এর আগেও এমন ধরণের আর্জি সুপ্রিম কোর্টের কাছে চলতি বছরের মে মাসে জানানো হয়েছিল। কিন্তু সেবারও সুপ্রিম কোর্ট আর্জি খারিজ করে দিয়েছিল।সেবার আদালত জানিয়েছিল বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে। সেবার মদের দোকান খোলার জন্য দোকানগুলির পাশে অতিরিক্ত ভিড় জমে গিয়েছিল।ফলে স্বাস্থ্যবিধি নিয়ে উঠেছিল বড়োসড়ো প্রশ্ন। সেবার স্বরাষ্ট্রমন্ত্রককে এ বিষয়ে দিশা নির্দেশ জারি জন্য আবেদন করা হয়েছিল।
2020-07-23