আগরতলা, ২২ জুলাই (হিঃসঃ)৷৷ মতুয়া সম্প্রদায়ের আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং মা শান্তি দেবীকে নিয়ে ফেসবুকে অশ্রদ্ধা প্রদর্শন করার অভিযোগের ব্যাপারে পশ্চিমবঙ্গের রাজ্যপালের আবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী-র নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই ব্যবস্থা নিয়েছে ত্রিপুরা সরকার৷ অভিযুক্ত এডি নগর এলাকার বাসিন্দা কুলদীপ চক্রবর্তী-কে ত্রিপুরা পুলিশ গ্রেফতার করেছে৷ আজ, বুধবার তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছে আদালত৷
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে মতুয়া সম্প্রদায়-কে নিয়ে ফেসবুক-এ কুরুচিকর মন্তব্য করছিলেন ওই যুবক৷ বিষয়টি পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নজরে আসতেই তিনি রাজ্যপাল জগদীপ ধনকর-র দৃষ্টি আকর্ষণ করেন৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর সোমবার একান্ত সাক্ষাৎকারে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন৷ তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নির্দেশ দেন৷
এ-কথা জানিয়ে ধনকর টুইটে জানিয়েছেন, বিজেপি-র সাংসদ শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়কে নিয়ে ফেসবুক-এ কুরুচিকর মন্তব্যের বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন৷ বিষয়টি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তুলেছিলাম৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে এ-নিয়ে কিছু নির্দেশ দিয়েছেন৷ আমি এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি৷‘‘
এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর চিঠি পাওয়ার সাথে সাথেই ত্রিপুরা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা পুলিশ-কে অভিযুক্ত যুবক-কে খুঁজে বের করার নির্দেশ দেন৷ পাশাপাশি, বিজেপি প্রদেশ কমিটি-র কার্যালয় থেকেও পুলিশের কাছে এ-সংক্রান্ত নালিশ জানানো হয়৷ আজ সকালে পুলিশ কুলদীপ চক্রাবরী-কে গ্রেফতার করেছে৷
এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার মানিক দাস বলেন, মতুয়া সম্প্রদায় সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর মন্তব্য করা হয়েছিল৷ সে-বিষয়ে তদন্ত করে দেখা গেছে, ভুয়ো একাউন্ট থেকে ওই সমস্ত কুরুচিকর মন্তব্য করা হয়েছে৷ তিনি বলেন, এডি নগর রোড নম্বর ৬ এলাকার বাসিন্দা কুলদীপ চক্রবর্তী-কে ওই অপরাধে গ্রেফতার করা হয়েছে৷ তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে৷ জেলা পুলিশ সুপারের কথায়, সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের বহু উদাহরণ মিলছে৷ তা ভয়ঙ্কর অপরাধ হিসেবেই গণ্য করা হচ্ছে৷ তাই, এধরণের অপরাধ থেকে দূরে থাকা উচিত৷কারণ, পুলিশ এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে৷
সরকারি আইনজীবী দীপা ভট্টাচার্যী জানিয়েছেন, কুলদীপ চক্রবর্তী-কে আজ পশ্চিম ত্রিপুরা জেলা অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছিল৷ আদালত তাকে ৪ অগাস্ট পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে৷
তারা স্পষ্ট ভাবে বলেন টিএসআর ক্যাম্প তার ওপর মানসিক নির্যাতন ও অত্যাচারের কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে৷তার এ আত্মহত্যার জন্য টিচারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে অভিযুক্ত করেছেন সংশ্লিষ্ট পরিবারের লোকজনরা৷ এ ব্যাপারে পরিবারের তরফ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ ক্যাম্পে টিএসআর জোয়ান ফাঁসিতে আত্মহত্যা করেছে সেই খবর পেয়ে পরিবারের লোকজনরা ক্যাম্পে এসে বিক্ষোভ প্রদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে জানতে চান সে আইনিপরামর্শ নেওয়ার জন্য ছুটি চেয়ে ছিল৷
কেন তার ছুটি মঞ্জুর করা হলো না৷ টিএসআর ক্যাম্পের দায়ীত্বপ্রাপ্ত আধিকারিক এ বিষয়ে স্পষ্টীকরণ দিতে গিয়ে বলেন করোনা পরিস্থিতিতে ঊর্ধতন কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর করেননি৷ ক্যাম্পে টিএসআর জওয়ানের আত্মঘাতী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ণ উঁকি ঝুঁকি নিতে শুরু করেছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসতে পারে বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷ পুলিশ পরিবারের তরফ থেকে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
এদিকে, নিজ ঘরেই ফাঁসিতে আত্নহত্যা করল সত্তরোর্ধ এক বৃদ্ধ৷ মৃতের নাম রাজ মোহন দাস৷ তেলিয়ামুড়া থানার গোলটিলা এলাকায় বুধবার সন্ধ্যা রাতে৷ সংবাদে জানা যায় বিগত কয়েকদিন ধরে পরিবারের লোকেদের কাছে অস্বাভাবিক ভাবে মৃত্যুর পথ বেছে নেবেন বলে জানান৷ আজ দুপুর থেকেই তার হাবভাব অন্যরকম থাকায় পরিবারের লোকেরা নজরে রাখলেও৷ নজর ফাকি দিয়ে নিজ ঘরের মধ্যে ফাঁসিতে আত্নহত্যা করে৷ সংবাদ পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ আগামীকাল ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷