নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২০ জুলাই৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এডিসি ভিলেজের শ্রীকান্ত বাড়ী থেকে কাস্তারাই রিয়াং পাড়ায় যাতায়তের রাস্তাটি বেহাল দশায় পরিনত হয়েরয়েছে৷ এই এলাকার লোকজনের সুবিধার্থে প্রধানন্ত্রী গ্রাম সড়ক যোজনার পক্ষথেকে ৬৭০,০৩ লক্ষটাকা ব্যায়করে ৭,৮০৪ কিলোমিটার রাস্তা বরাদ্ব হলেও কাজের কাজ কিছু হয়নি৷
১১- ০১- ২০১৪ এই কাজ শুরু করার কথা থাকলেও আজ অনেকবছর পেরিয়ে গেলেও গ্রামবাসী রাস্তার কোনোপ্রকার খোঁজপায়নি৷ কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকেদার রাস্তার পাশে সাইনবোর্ড লাগিয়ে নিজ দায়িত্ব সেরেফেলেন৷ রাস্তা সংস্কারের তারিখ পেরিয়ে যাবার পরও ঠিকেদারের কোনোপ্রকার হেলদোল নেইবলে অভিযোগ৷ দীর্ঘ বাম আমলে বিভিন্ন কাজে নিম্ন মানের কাজের অভিযোগ উঠেছে৷ কিন্তু এই রাস্তাটি সম্পূর্ন বেতিক্রমী৷ কাজ নাকরেই রাস্তার পাশে সাইনবোর্ড লাগিয়ে চলেগেলেন ঠিকেদার৷ এইদিকে বর্ষাকালে অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে গ্রামবাসীদের৷
কাঁদার মধ্যদিয়ে প্রতিদিন যাতায়ত করতেহচ্ছে গ্রামবাসীদের৷ গ্রামের লোকজনদের সঙ্গে কথাবলে জানাযায় এলাকায় কোনোলোকজন অসুস্থ হয়ে পরলে কাঁধে করে নিয়ে আসতেহয়৷ অন্যদিকে কাঁদা রাস্তা পেরহয়ে কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হলে এক কিলোমিটার রাস্তার জন্য অতিরুক্ত গাড়ী ভাড়া দিতেহয়৷ এই এলাকার লোকজনেয় রাস্তার পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছে৷ এলাকার লোকজনেরা কুয়ার জল ও নদীর জল খেয়ে কোনোপ্রকার দিন কাটাচ্ছে৷ জানাযায় উনারা প্রতিনিয়ত কাঁচা জল খেয়েই দিন কাটাচ্ছে৷ এইগ্রামে অধিকাংশ লোকজনের বাড়ীতে ফিল্টার নেই বলে জানাযায়৷ এখন লোকজন চাইছে এই এলাকায় যাতায়তের রাস্তাটি সংস্কার করে এলাকায় বিশুদ্ধ পানিয় জলের ব্যাবস্থা করাহোক৷ এখন দেখার বিষয় বর্তমান রাজ্যসরকার এই এলাকার উন্নয়ন স্বার্থে কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷