BRAKING NEWS

লক্ষণহীন করোনা রোগীদের বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা করা যাবে, জানাল উত্তরপ্রদেশ সরকার

লখনউ, ২০ জুলাই (হি. স.): শরীরে করোনা রয়েছে কিন্তু কোনও লক্ষণ নেই।এমন ধরণের রোগীদের বাড়িতে রেখে চিকিৎসা করার মঞ্জুরি দিল উত্তরপ্রদেশ সরকার। এই দাবি দীর্ঘদিন ধরেই রাজ্যের বিরোধী দলগুলির তরফ থেকে করা হচ্ছিল।সোমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, শরীরে করোনা রয়েছে কিন্তু কোনও লক্ষণ নেই। এমন রোগীর সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে। এই রোগীরা নিজেদের অসুস্থতা গোপন করে যাওয়ার জেরে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে নির্ধারিত প্রটোকল তৈরি করে রাজ্য সরকার এই সকল রোগীদের বাড়িতে আইসোলেশন রেখে চিকিৎসা করার অনুমতি দিয়েছে।রোগী এবং তার পরিবারের সদস্যদের হোম আইসোলেশনের বিধি মেনে চলতে হবে।

এদিকে রাজ্য সরকারের কাছে করোনা হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক শয্যা রয়েছে। উল্লেখ করা যেতে পারে উত্তরপ্রদেশ জুড়ে করোনা মোকাবিলায় জন্য চলতি মাসে প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার করে লকডাউন জারি করা হয়েছিল। কিন্তু এর পরও বেড়ে চলেছিল আক্রান্তের সংখ্যা। রাজ্যের বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য নিজের বাসভবনে শীর্ষস্থানীয় আধিকারীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি আনলক পরিস্থিতির পর্যালোচনা করেন।করোনা মোকাবিলায় জনসচেতনতা যে বিশেষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।এই প্রসঙ্গে আগামী দিনে সচেতনতার জন্য বিভিন্ন সক্রিয় পদক্ষেপ নেবে প্রশাসন। সংবাদপত্র, টিভি চ্যানেল ছাড়াও সামাজিক মাধ্যমে এর প্রচার চলবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *