সিবিএসই’র মাধ্যমিক পরীক্ষায় উল্লেখ্যযাগ্য সাফল্য ত্রিপুরায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরিক্ষার ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে৷ তাতে আগরতলায় শ্রীকৃষ্ণ মিশন সুকলের ছাত্র ছাত্রীরা বেশ ভাল ফলাফল করেছে বলে সুকলের অধ্যক্ষ জানিয়েছেন৷ অধ্যক্ষ জানান, এবারের মাধ্যমিকে এই সুকল থেকে মোট ৩০৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল৷ তার মধ্যে ২৮০ জন প্রথম বিভাবে পাশ করেছে৷


এরমধ্যে ৯৮.৬০ শতাংশ নম্বর পেয়ে সুকলে প্রথম হয়েছে হিমাদ্রি বণিক৷ দ্বিতীয় মন্দাক্রান্ত ভৌমিক৷ সে পেয়েছে ৯৮.৪০ শতাংশ নম্বর এবং ৯৮.২০ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থান লাভ করেছে শ্রাবনি সিং৷ অন্যদিকে,বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশন সুকলের ৭১ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল৷ পরীক্ষায় সফল হয়েছে ৬৯জন৷ প্রথম বিভাগে এই ৬৯ জন উত্তীর্ণ হয়েছে৷ বিদ্যালয়ের যুগ্মভাবে প্রথম স্থান দখল করেছে মৈনাক পাল এবং অভিজ্ঞান মজুমদার৷


অন্যদিকে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন সুকলের দীপায়ন কর্মকার ৯৬ শতাংশ নম্বর নিয়ে প্রথম হয়েছেন৷ এছাড়া ইশিতা সিন্হা ও শুভম সিন্হা ৯৫ শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় এবং তমাল দেবনাথ ভৌমিক ৯৪ শতাংশ নন্বর পেয়ে চতুর্থ স্থান দখল করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *