বারাবাঙ্কি (উত্তর প্রদেশ), ১৪ জুন (হি.স.): উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় অস্বাভাবিক মৃত্যু হল একই পরিবারের ৪ জন সদস্যের। মঙ্গলবার সকালে বারাবাঙ্কি জেলার কোতয়ালি থানার অন্তর্গত আবাস বিকাশ কলোনিতে অবস্থিত একটি বাড়ি থেকে একই পরিবারের ৪ জন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতরা আবাস বিকাশ কলোনিতে অবস্থিত ওই বাড়িতে ভাড়া থাকতেন। মৃতদের নাম-লাল কিশোর (৪০), তাঁর স্ত্রী প্রীতি (৩৪), ছেলে প্রেম (১২) এবং মেয়ে আকৃতি (৮)।
বারাবাঙ্কি পুলিশ সুপার অরবিন্দ চতুর্বেদী জানিয়েছেন, বুধবার সকালে দুধ বিক্রেতা দুধ দিতে আসেন, বারবার ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ না পেয়ে জানালা থেকে ঘরের ভিতরে উঁকি দেন তিনি। দুধ বিক্রেতা দেখেন ঘরের সিলিংয়ে একই পরিবারের ৪ জন সদস্যের দেহ ঝুলছে। তিনি প্রথমে প্রতিবেশীদের জানান, পরে থানায় খবর পৌঁছয়। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাড়িতে টিভিতে সাঁটানো ছিল সুইসাউড নোট। সুউসাইড নোটে উল্লেখ রয়েছে, ভাইয়ের সঙ্গে জমি বিবাদের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন লাল কিশোর। স্থানীয় সূত্রের খবর, দিল্লিতে একটি বেসরকারি ফ্যাক্টরিতে কাজ করতেন লাল কিশোর। পুলিশ ঘর থেকে একটি ল্যাপটপও উদ্ধার করেছে।