আইজল, ১০ জুলাই (হি.স.) : করোনা-র প্রকোপ মিজোরামে ভয়ঙ্কর ভাবে বাড়ছে। আসাম রাইফেলস-এর ১৫ জন জওয়ান এবং জাতীয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বাহিনীর সাত জওয়ানের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। পাশাপাশি ১ মহিলার দেহেও করোনা-র সংক্রমণ মিলেছে। তাতে একদিনে ২৩ জনের করোনা আক্রান্তের ঘটনা রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি বলে দাবি করেছে মিজোরাম সরকার।
এ-বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক জনৈক কর্তার কথায়, আসাম রাইফেলস-এর জওয়ানরা আইজলের নিকটবর্তী জোখাসাং এবং জাতীয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা বাহিনীর জওয়ানরা আইজল থেকে ১৫ কিমি দূরে লুংভেরে কর্মরত ছিলেন। এছাড়া, করোনা আক্রান্ত এক মহিলা আইজল জেলার বাসিন্দা। তিনি কলকাতা থেকে ফিরেছেন।
প্রসঙ্গত, মিজোরামে এখন পর্যন্ত ২২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮৩ জন সক্রিয় এবং ১৪৩ জন সুস্থ হয়েছেন।