লখনউ, ১০ জুলাই (হি.স.): উত্তরপ্রদেশের ত্রাস, কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের গ্রেফতারির পর যেমন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছিল, তার মৃত্যুর পরও সেই গুঞ্জন অব্যাহত। বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুললেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। যোগী আদিত্যনাথ সরকারকে খোঁচা দিয়ে অখিলেশ টুইট করে জানিয়েছেন, ‘আসলে গাড়ি পাল্টি খায়নি, এটা সরকারকে বাঁচানোর চেষ্টা..সত্যি প্রকাশ্যে আসলে সরকার উল্টে যেত।’ অখিলেশের মতে, বিকাশ মুখ খুললে বেকায়দায় পড়তেন উত্তরপ্রদেশের শাসকদলের বেশ কিছু নেতা। প্রকাশ হওয়া থেকে বাঁচল রাজ্য সরকারের বেশ কিছু গোপন তথ্যও।
শুক্রবার সকালে কানপুরের কাছে উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর গুলিতে মৃত্যু হয়েছে কুখ্যাত গ্যাংস্টার, কানপুরের বিকারু গ্রামে ৮ জন পুলিশ কর্মীকে হত্যা-মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ দুবের। কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবেকে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে উত্তর প্রদেশের কানপুরে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু শুক্রবার সকালে কানপুরের কাছেই উত্তর প্রদেশ এসটিএফ-এর কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সূত্রের খবর, ওই গাড়িতেই ছিল বিকাশ, গাড়ি উল্টে যাওয়ার পরই একজন পুলিশ কর্মীর পিস্তল ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হিস্ট্রি-শিটার বিকাশ দুবে। বাধ্য হয়েই গুলি চালায় পুলিশ। বিকাশকে উদ্ধার করে কানপুরের লালা লাজপত রায় (এলএলআর) হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ জন পুলিশ কর্মীকে হত্যা-মামলার অভিযুক্ত বিকাশের মৃত্যু হয়েছে।