শ্যামাপ্রসাদ যে কারণে বলিদান দিয়েছিলেন, সেই অনুচ্ছেদ ৩৭০ চিরতরে বাতিল হয়েছে : জে পি নাড্ডা

কলকাতা ও নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে কারণে বলিদান দিয়েছিলেন, সেই অনুচ্ছেদ ৩৭০ চিরতরে বাতিল হয়ে গিয়েছে। খণ্ডিত ভারতে তিনিই প্রথম ব্যক্তি ছিলেন যিনি নিষ্ঠার পক্ষে লড়াই করেছিলেন। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘বিশাল জনসভা’-য় পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং মারফত ভার্চুয়াল সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলার জনগণের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি আজ সৌভাগ্যবান। এটি আনন্দের বিষয় কারণ মুখার্জী যে কারণের জন্য তাঁর সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন, সেই অনুচ্ছেদ ৩৭০ আজ চিরতরে বাতিল হয়ে গিয়েছে। আমরা একজন দেশপ্রেমিক, মহান শিক্ষাবিদ, তীক্ষ্ণ রাজনীতিবিদ হিসাবে শ্রদ্ধেয় মুখার্জীকে জানি। খণ্ডিত ভারতে তিনিই প্রথম ব্যক্তি যিনি নিষ্ঠার পক্ষে লড়াই করেছিলেন।’

জে পি নাড্ডা আরও বলেন, মাত্র ৩৩ বছর বয়সে ১৯৩৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি ১৯৪১ সালে অর্থমন্ত্রী হন, এবং ১৯৪২ সালে পদত্যাগ করেন। তিনি কখনই পদকে নয়, আদর্শকে খুব বেশি গুরুত্ব দিতেন। তিনি আদর্শের প্রতি নিজের জীবন উৎসর্গ করেছিলেন।’ নাড্ডার কথায়, এটা পরিষ্কার যে বাংলায় যে তোষণের রাজনীতি চলছিল তার কারণে তিনি পদত্যাগ করেছিলেন। তিনি জানতেন যে মুসলিম লীগ বাংলাকে পাকিস্তানের অংশ হিসাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শ্যামাপ্রসাদ মুখার্জী তাঁর যা কিছু ছিল তা দিয়ে ১৯৪৩ সালে তিনি বাংলায় দুর্ভিক্ষের লড়াই করেছিলেন এবং দিনরাত নিরলসভাবে মানুষের সেবা করেছিলেন। তাঁকে ত্রাণ কমিটির সভাপতি করা হয়েছিল। দরিদ্র ও দরিদ্রদের জন্য তাঁর কথা এবং যত্ন বাংলায় গভীর ছাপ ফেলেছিল।’