নয়াদিল্লি, ২ জুন (হি. স.): লাদাখ সফরের নির্ধারিত সূচি বাতিল করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সেনাবাহিনী প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রশাসিত লাদাখ যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। কিন্তু তার একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার সেই সফর বাতিল করে দেওয়ার ঘোষণা করা হয়। পরবর্তীকালে পরিস্থিতি খতিয়ে দেখে ফের লাদাখ যাওয়ার চিন্তা-ভাবনা করা হবে বলে জানা গিয়েছে।
আগামীকাল শুক্রবার, লাদাখ যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রীর। তার সঙ্গে সেনাপ্রধানের যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। মনে করা হচ্ছিল যে লাদাখ সফরে প্রতিরক্ষামন্ত্রীকে লেহতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ১৪ নম্বর কর্পসের কার্যালয় বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করানো হবে। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছে।
উল্লেখ করা যেতে পারে, ১৫ ই জুন, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় টহলরত ভারতীয় সেনা জওয়ানদের লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় লালফৌজ।শহীদ হন ২০ জন ভারতীয় জওয়ান। দুই তরফের হাতাহাতিতে ৪৩ জন চিনা সেনা মারা যান।

