সরকারের জন্যই আয়ুষ্মান প্রকল্প, কিষাণ সম্মান নিধি যোজনা থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গের মানুষ : কেন্দ্রীয় অর্থমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.) :  পশ্চিমবঙ্গ সরকারের জন্যই আয়ুষ্মান প্রকল্প, কিষাণ সম্মান নিধি যোজনা থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছেন । রবিবার বিজেপির ভার্চুয়াল সভামঞ্চ থেকে এমনই দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ।

তাঁর আরও অভিযোগ, রাজ্যের পরিযায়ী শ্রমিকরাও কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র রাজ্য সরকারের জন্যই। কারণ পরিযায়ী শ্রমিকদের তালিকাই নাকি কেন্দ্রের কাছে পাঠাতে পারেনি রাজ্য। পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ীদের রাজ্যে ফেরাতে রাজি ছিল না বলেও অভিযোগ নির্মলার। পরিযায়ী শ্রমিক-সহ ভিনরাজ্যে আটকে পড়াদের জন্য স্পেশ্যাল ট্রেনকে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা এক্সপ্রেস বলে কটাক্ষ করেছিলেন। এদিনের সভায় সেই প্রসঙ্গও টেনে আনেন নির্মলা। এমন কথা মুখ্যমন্ত্রীকে মানায় না বলেই জানান তিনি। তবে এত অভিযোগের মাঝেও লাদাখ ইস্যুতে ডাকা প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রের পাশে থাকার বার্তার প্রশংসাও করেন নির্মলা সীতারমণ।