ক্যাডার সার্ভিস আধিকারিকদের উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ ত্রিপুরা সরকারের গৃহীত উন্নয়ন কর্মসূচি রূপায়ণে এবং প্রশাসনিক কাজে আইএএস ও টিসিএস আধিকারিকদের বিরাট ভূমিকা রয়েছে৷ সে-ক্ষেত্রে ক্যাডার সার্ভিস আধিকারিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শুক্রবার সচিবালয়ের ২ নম্বর সভাকক্ষে সাধারণ প্রশাসন (অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস) এবং সাধারণ প্রশাসন (পার্সোন্যাল অ্যান্ড ট্রেনিং) দফতরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই নির্দেশ দিয়েছেন৷


তাঁর কথায়, ত্রিপুরার উন্নয়ন কর্মসূচিগুলো দ্রুত রূপায়ণ এবং প্রশাসনিক কাজে আরও গতি আনতে সরকারি দফতরগুলোতে সমন্বয় রেখে কাজ করতে হবে৷ তাতে ক্যাডার সার্ভিস আধিকারিকদের উন্নত প্রশিক্ষণের জন্য দেশের প্রতিষ্ঠিত প্রশিক্ষণ সংস্থাগুলোর সাথে যোগাযোগ করে ত্রিপুরায় প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য গুরুত্বারোপ করেছেন তিনি৷ তাঁর মতে, ত্রিপুরার প্রশিক্ষণ সংস্থাগুলোর বর্তমান পরিকাঠামো উন্নত করতে হবে৷ সিপার্ডের প্রশিক্ষণ কর্মসূচির সাথে কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়, আর্থ-সামাজিক মান উন্নয়ন ও সরকারের নয়া উদ্যোগগুলির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ যুক্ত করার উপর মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেছেন৷ সভায় ক্যাডার সার্ভিসে নিযুক্ত আধিকারিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ উল্লেখ্য, ত্রিপুরায় বর্তমানে বিভিন্ন দফতরের অধীনে নয়টি এমন প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে৷


এদিকে, পর্যালোচনা সভায় সাধারণ প্রশাসন (অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস) দফতরের অতিরিক্ত সচিব অনিন্দ্য ভট্টাচার্য বিভাগের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি জানান, কোভিড-১৯ জনিত সময়ে বিভিন্ন ক্ষেত্রে ৬৯টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে৷ অভিযোগ নিষ্পত্তির হার ৯৭ শতাংশ৷ এ জন্য রাজ্য সরকার ভারত সরকারের প্রশংসাও পেয়েছে৷ সভায় ১৯টি অগ্রাধিকার প্রকল্প এবং দুটি উদ্ভাবনী কর্মসূচির জন্য চিফ মিনিস্টার সিভিল সার্ভিস অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে গাইডলাইন পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়৷ পর্যালোচনা সভায় সাধারণ প্রশাসন (পাসর্োনাল অ্যান্ড ট্রেনিং) দফতরের যুগ্মসচিব ড় সমিত রায় চৌধুরী আইএএস এবং টিসিএস-এর বর্তমান অবস্থা তুলে ধরেন৷ পর্যালোচনা সভায় সিপার্ডের ডিরেক্টর জেনারেল বিকে সাহু বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন৷

সভায় যে সকল প্রশিক্ষণগুলোর প্রয়োজনীয়তা বেশি তার জন্য একটি ক্যালেন্ডার তৈরি করা এবং রাজ্য সরকারের গৃহীত নতুন উদ্যোগগুলি নিয়ে একটি মাসিক নিউজ লেটার প্রকাশ করার বিষয়ে আলোচনা হয়েছে৷ এদিকে, মুখ্যসচিব মনোজ কুমার, টিপিএসসি-র চেয়ারম্যান জগদীশ সিং, সাধারণ প্রশাসন (পাসর্োনাল অ্যান্ড ট্রেনিং) দফতরের প্রধানসচিব এলএইচ ডারলং, কমিশনার অব ইনকোয়ারি এন ডারলং, পরিকল্পনা ও সমন্বয় দফতরের সচিব অপূর্ব রায় সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *