আগুনে পুড়ে ছাই বসতঘর নাশকতার অভিযোগ থানায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ বিধবংসী অগ্ণিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে৷ গতকাল গভীর রাতে আমতলি থানাধীন রায় কলোনিপাড়া এলাকায় ওই অগ্ণিকাণ্ডের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে৷ বাড়ির মালিক শিলা দাস জানিয়েছেন, অগ্ণিকাণ্ডে বাড়ির সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে৷


শিলা দাস জানান, গতকাল রাতে তিনি বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন৷ রাত ২টা ৪০ মিনিট নাগাদ স্থানীয় লোকজন ঘরে আগুন দেখতে পান৷ সঙ্গে সঙ্গে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন৷ তাঁরাই খবর দেন দমকল বাহিনীকে৷ তিনি বলেন, দমকল বাহিনীর জওয়ানরা আসতে কিছুটা সময় নিয়েছেন৷ টানা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন আয়ত্তে এনেছেন৷ কিন্তু আগুনে পুড়ে সবকিছু ছারখার হয়ে গেছে৷


তাঁর অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে এই অগ্ণিকাণ্ডের ঘটনা সংগঠিত করা হয়েছে৷ এ-ব্যাপারে আমতলি থানায় তিনি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ অগ্ণিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে৷

অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি প্রয়োজনীয় সাহায্য প্রদানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ প্রশাসনের কর্মকর্তারা অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছেন৷ প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারকে আপৎকালীন সাহায্য প্রদান করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *