আক্রান্ত ছয় সুস্থ ১২৩ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ রাজ্যে নতুন করে ছয়জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ তবে, স্বস্তির খবর হল ১২৩ জন করোনা আক্রান্তের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাদের আগামীকাল ছুটি দেওয়া হবে৷


আজ রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পরপর দুটি ট্যুইট করে করোনা আক্রান্তের সন্ধান এবং রোগীর সুস্থ হওয়ার খবর দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, আজ ১০২৩টি নমুনা পরীক্ষায় ৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তারা সকলেই সিপাহীজলার বাসীন্দা এবং তাদের বহিঃরাজ্য সফরের তথ্য রয়েছে৷ এদিন তিনি পুনরায় ট্যুইট করে জানান, রাজ্যের জন্য খুশীর খবর এসেছে আজ ১২৩ জন করোনা আক্রান্তের কোভিড-১৯ নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাদের মধ্যে আগরতলা সরকারী মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৪ জন এবং হাপানিয়া কোভিড কেয়ার সেন্টারে রয়েছেন ৫৯ জন৷ তিনি বলেন, সুস্থ হয়ে উঠা রোগীদের আগামীকাল ছুটি দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *