হাফলং (অসম), ১৪ জুন (হি.স.) : লকডাউনের জন্য সমগ্র দেশে বন্ধ নিয়মিত ট্রেন চলাচল। রেল মন্ত্রালয়ের নির্দেশ মর্মে পণ্যবাহী ট্রেন, শ্রমিক স্পেশাল ট্রেন এবং ২০০ টি বিশেষ ট্রেনের চলাচল আরম্ভ হয়েছে। সে অনুসারে উত্তরপূর্ব সীমান্ত রেল অব্যাহত রেখেছে বিশেষ ট্রেন চলাচল। উত্তরপূর্ব সীমান্ত রেলের সিনিয়র জনসংযোগ আধিকারিক নৃপেন্দ্র ভট্টাচার্য জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে আটক প্রায় দেড় লক্ষ শ্রমিক এই বিশেষ ট্রেনে উত্তর পূর্বাঞ্চলে ফিরে এসেছেন। গত ১২ মে থেকে ২১ মে পর্যন্ত দেশে চলছে ১৫ টি বিশেষ ট্রেন। দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষজনদের গন্তব্যস্থলে পাঠাতে ১৫টি বিশেষ ট্রেন চালানো হয়েছে। তদুপরি ১ জুন থেকে ২০০ টি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা গ্রহণ করেছে রেল বিভাগ।
ভট্টাচার্য জানান, এই বিশেষ ট্রেন ছাড়া স্থানীয় কোনও ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার। তিনি বলেন, পরিস্থিতি ঠিক হলে স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা। অবশ্য তা নির্ভর করবে সম্পূর্ণ সরকারের পরবর্তী ঘোষণার ওপর, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক নৃপেন্দ্র ভট্টাচার্য।

