নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ প্রকৃতির রূদ্র প্রতাপে উত্তর-পূর্বাঞ্চলে ত্রাহি ত্রাহি রব উঠেছে৷ করোনা সংকটের মাঝেই সোমবার মণিপুরে ভূমিকম্প হয়েছে৷ পার্শবর্তী রাজ্য অসম, মেঘালয় এবং ত্রিপুরায়ও কম্পনের অনুভূতি হয়েছে আজ রাত ৮টা ১২ মিনিটে৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা এবং মায়ানমার সীমান্তবর্তী এাকায়৷ জানিয়েছে দিল্লিস্থিত ভূমিকম্প মনিটরিং সেন্টার৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৪৷
করোনা সংকটে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে৷ এরই মাঝে ভূমিকম্প নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে এপিএফ ২৩.১প্স উত্তর অক্ষাংশ এবং ৯৪.০৪প্স পূর্বে ছিল ভূকম্পনের উৎসস্থল৷ তবে ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি৷
আজকের ভূমিকম্পের প্রভাব পার্শবর্তী রাজ্যগুলিতে অনুভূত হয়েছে৷ অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় কম্পনে কেঁপে উঠেছে বলে খবর পাওয়া গেছে৷ ত্রিপুরায় মূলত ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলায় মানুষ ভূমিকম্প টের পেয়েছেন৷ অন্য জেলায় ভূমিকম্পের ততটা অনুভূতি হয়েছে বলে খবর মিলেনি৷ অসমের মণিপুরের সীমান্তবর্তী এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে প্রাপ্ত খবরে প্রকাশ৷