অসম : কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে ২১০, আতঙ্ক

গুয়াহাটি, ২১ মে (হি.স.) : রাজ্যে কোভিড-১৯ পজিটিভ আক্ৰান্ত রোগীর সংখ্যা ২১০-এ পৌঁছেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা আজ বৃহস্পতিবার রাত ১০.০০ টায় তাঁর টুইটার হ্যান্ডলের আপডেটে নতুন দুঃসংবাদ দিয়েছেন।

মন্ত্ৰী জানিয়েছেন, আজ বিকেলে আরও সাতজনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এঁদের সবাই বহিঃরাজ্য থেকে আগত। তেজপুর বিশ্ববিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন।

আক্ৰান্ত সাতজনের মধ্যে পাঁচজন শোণিতপুর এবং দুজন লখিমপুরের বাসিন্দা। এভাবে আজ দফায় দফায় এখন পর্যন্ত অসমে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ২১০ জনে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন ৫৪ জন, সক্ৰিয় রোগী ১৪৯ জন। এছাড়া ইতিমধ্যে রাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্ৰমিত চারজনের মৃত্যু হয়েছে। তিনজন অন্য রাজ্য থেকে এসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *