BRAKING NEWS

অধিকাংশ দিল্লিবাসী চাইছেন বিধি মেনে চালু হোক বাস পরিষেবা, জানালেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): অধিকাংশ দিল্লিবাসী চাইছেন, অবিলম্বে গণপরিবহন বিশেষ করে বাস চালু করা হোক। বৃহস্পতিবার এমনটা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

এদিন বিকেলে কেজরিওয়াল জানান, আমরা প্রায় ৫ লাখ মানুষের মতামত পেয়েছি। অধিকাংশ দিল্লিবাসী চাইছেন, অবিলম্বে গণপরিবহন বিশেষ করে বাস চালু করা হোক। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বাস বড় ভরসা। তাই দিল্লির মানুষ চাইছেন বাস চালু হোক। তবে তারা এটাও জানিয়েছেন যে বাসে অবশ্যই সামাজিক দূরত্ব বিধি মেনে সকলকে ওঠানামা করতে হবে এবং মুখে মাস্ক পড়তে হবে।

একই সঙ্গে দিল্লিবাসীরা জানিয়েছেন, এই মুহূর্তে স্কুল-কলেজ, স্পা, শপিংমল, সুইমিং পুল, হোটেল, রেস্তোরা আরও বেশ কিছুদিন বন্ধ রাখা হোক। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন জানিয়েছে, দোকানপাট জোড়-বিজোড় নীতিতে খোলা হোক। অর্থাৎ কিছু দোকান মঙ্গল, বৃহস্পতি ও শনিবার খোলা থাকুক এবং কিছু দোকান সোম বুধ শুক্র খুলে রাখা হোক।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সারা দেশে চলছে ৩.০ পর্যায়ের লকডাউন । প্রধানমন্ত্রীর ঘোষণা মত ১৭- মের পর লকডাউনের চতুর্থ পর্যায়ে শুরু হতে পারে। এই চতুর্থ পর্যায়ে লকডাউনের বিভিন্ন ক্ষেত্রে আরও কিছু শিথিলতা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। তবে খোদ রাজধানী দিল্লির মানুষ চতুর্থ দফা লকডাউনের সময় কোন কোন বিষয়ে শিথিলতা চাইছেন চাইছেন সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *